জার্মানিকে পেছনে ফেলে তালিকার ১৬তম স্থানে বাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৬, ১৯ জুলাই ২০২০
আপডেট: ১৬:০৮, ১৯ জুলাই ২০২০

জার্মানিকে পেছনে ফেলে তালিকার ১৬তম স্থানে বাংলাদেশ

দেশে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এরই মধ্যে বিশ্বের করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের তালিকায় বাংলাদেশ আরেক এক ধাপ উপরে উঠে এসেছে।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন ২ হাজার ৪৫৯ জনকে করোনা আক্রান্তকে নিয়ে বাংলাদেশ টপকে গেলো জার্মানিকে। বর্তমানে আক্রান্তের তালিকার ষষ্ঠদশ স্থানে অবস্থান করছে বাংলাদশ। 

সপ্তদশ স্থানে নেমে যাওয়া জার্মানিতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ২ হাজার ৫৭২ জন। আর সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২ লাখ ৪ হাজার ৫২৫ জন ।

দেশে নতুন করে ১ হাজার ৫৪৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ হাজার ১১ হাজার ৬৪২ জন। সাথে মারা গেছেন ৩৭ জন। দেশে করোনায় মোট মৃত্যু এখন ২ হাজার ৬১৮ জন। দেশে বর্তমানে করোনায় অ্যাকটিভ কেস  ৯০ হাজার ২৬৫টি।     

দেশে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩.১৪ শতাংশ, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ এবং সুস্থতার হার ৫৪.৫৯ শতাংশ।

বাংলাদেশের আগে পঞ্চদশ স্থানে আছে তুরস্ক। দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৭১৭ জন।

এদিকে আক্রান্ত এবং মৃতের তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। সেখানে ৩৮ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। তালিকায় এর পরেই আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে প্রায় ২১ লাখ ব্যক্তি করোনার প্রকোপে পড়েছেন।

Published by Ekramul Haque

Iam Ekramul haque,come from muslim family

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started